অনলাইন ডেস্ক, ১৫ জুলাই।। করোনায় আক্রান্ত হলেন ইংল্যান্ড সফরে থাকা ভারত জাতীয় দলের দুই ক্রিকেটার। তবে আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
করোনা আক্রান্ত দুই ক্রিকেটারদের একজন আপাতত ইংল্যান্ডে তার এক আত্মীয়ের বাড়িতে আইসোলেশনের আছেন। ওই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও কয়েক জন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও তিন দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছিল।তবে স্বস্তির খবর হলো, এক ক্রিকেটার ইতিমধ্যে করোনা থেকে সেরে উঠেছেন। রবিবার আক্রান্ত আরেক ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘এক ক্রিকেটার সেরে উঠলেও এখনো অসুস্থ রয়েছেন আরও এক ক্রিকেটার। আক্রান্ত ওই ক্রিকেটার দ্রুত সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন।’তিনি আরও জানান, ‘স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। বাকি সদস্যরা সুস্থ আছেন।
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ছুটি কাটাতে চলে যান ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার। ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায় ঋষভ পন্ত, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, আজিঙ্কা রাহানাদের।পন্তকে দেখা যায় ইউরো চ্যাম্পিয়নশিপের গ্যালারিতেও। অশ্বিন উপভোগ করেন উইম্বলডন। বর্তমানে তিনি এখন কাউন্টি ক্রিকেট খেলছেন।ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৪ আগস্ট থেকে। তার আগে ২০ জুলাই একটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।