স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুলাই।। রাজ্যে করোনা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলল সদর জেলা যুব কংগ্রেস৷ সদর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করা হয়৷
ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা, সাগরিকা সেন এবং অমন মিয়া৷
পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকারের হাতে স্মারক লিপি তুলে দিয়ে বলেন, পুলিশ যাতে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করে৷ সম্প্রতি দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল যখন করোনা আইন লঙ্ঘন করে রাজনৈতিক কর্মসূচি করে, তখন শাসকদলের নেতৃত্ব এবং কর্মীদের বিরুদ্ধে কোন ধরনের আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় না৷
কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলি যখন কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে, তখন তাদের বিরুদ্ধে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করছে বলে অভিযোগ তুলে সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা৷
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে যদি শাসক দল বিজেপির কর্মসূচি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে জরিমানা আদায় করতে পারবে না প্রশাসন এবং পুলিশ যদি অবিলম্বে এ ধরনের দলদাস প্রথা বন্ধ না করে, তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে সদর জেলা যুব কংগ্রেস বলে জানান তিনি৷