অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্সে ক্ষুব্ধ দেশটির সমর্থকেরা। প্রধান কোচ মিসবাহ উল হক ও সহকারী কোচ ওয়াকার ইউনিসকে ছাঁটাইয়ের দাবি তুলেছেন তারা।
সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। অথচ ইংল্যান্ডের দলটা ছিল ‘দ্বিতীয় সারি’র। করোনা হানা দেওয়ায় মূল স্কোয়াডের সদস্যদের বাইরে রেখে দল তৈরি করেছিল ইংলিশরা।
প্রথম দুই ম্যাচে কার্যত আত্মসমর্পণ করে বাবর আজমরা। তৃতীয় ম্যাচে ৩০০-র উপর রান তুললেও পারেনি জয় তুলে নিতে। এর পরেই সমর্থকেরা পাকিস্তানি ক্রিকেটার এবং কোচদের সমালোচনা শুরু করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কটাক্ষ করে বলছেন, ‘আবার কি তা হলে পাকিস্তান জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামবে?’ আরেকজন বলেছেন, ‘এখন তো বাংলাদেশও আমাদের থেকে ভালো খেলছে। ওদের বিরুদ্ধেও জিততে পারব না। এই বিপর্যয়ের পেছনে দায়ী মিসবাহ এবং ওয়াকারই।’