অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। রজার ফেদেরার জানিয়ে দিলেন, টোকিও অলিম্পিকে যাচ্ছেন না তিনি। ২০ গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। হাঁটুর চোটের কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী সুইস তারকা। এর আগে অলিম্পিক থেকে সরে দাঁড়ান রাফায়েল নাদাল।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ফেদেরার লিখেন, ‘ঘাসের কোর্টে (উইম্বলডন) খেলার সময় হাঁটুতে চোট লাগে। সে কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে বাধ্য হলাম। আমি খুবই দুঃখিত। সুইজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি।’
অলিম্পিকে অংশ নিতে যাওয়া নিজ দেশের অ্যাথলেটদের শুভেচ্ছা জানাতে ভুলেননি ফেদেরার, ‘গোটা সুইজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।’ কিংবদন্তি এই তারকা ২০০৮ বেইজিং অলিম্পিকে জোড়া স্বর্ণ জিতেন। ২০১২ সালে জয় করেন রৌপ্য।