স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ জুলাই।। সামান্য বৃষ্টিতে আসাম- আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ। দীর্ঘ দুই ঘন্টা যাবত বন্ধ ছিল যান চলাচল । পরে যদিও সারাই করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার আনুমানিক ছয়টা নাগাদ মুঙ্গিয়াকামি ব্লকের আঠারমুড়া পাহাড়ের জাতীয় সড়কের ৪৭ মাইল এলাকায় জাতীয় সড়কের চার লাইন এর কাজ দীর্ঘদিন ধরে চলছে।
তার জন্য পাহাড়ের মাটি কেটে সমতল এবং রাস্তার পাশ ভরাট কাজ চলছে। আর তার ফলে রাস্তার দুই পাশে লালমাটি সামান্য বৃষ্টিতেই কাঁদা হয়ে যায়। দীর্ঘক্ষন গাড়ি চলাচলের ফলে কাঁদা পিচ্ছিল হয়ে যাওয়াতে যান চলাচল করতে খুবই অসুবিধা হয়।
মঙ্গলবার সকাল থেকে মাটি কাটার কাজ করার ফলে এবং সামান্য বৃষ্টিতে রাস্তার মধ্যে থাকা লাল মাটি পিচ্ছিল হয়ে পরে। ফলে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দীর্ঘ দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তারপর আটকে পড়ে শত শত গাড়ি।
এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মঙ্গ একানি থানার পুলিশ। ঠিকাদার সংস্থা সারায়ের কাজে হাত দিলে দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও ৪৩, ৪৬, ৪৮, ৪৯ মাইল এলাকার হাল একই রকম।