অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। স্কোয়াডে আছেন জনি বেয়ারস্টো, জস বাটলার ও জেসন রয়-ও।
ওয়ানডে সিরিজ শুরুর আগে স্কোয়াডে করোনা হানা দেওয়ায় স্বেচ্ছা-আইসোলেশনে যান মরগানরা। তবে সিরিজ স্থগিত না করে দ্বিতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে ইংলিশরা।
চোটের কারণে শুরুতে এই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেও পরে দলের দায়িত্ব নেন বেন স্টোকস। এই অলরাউন্ডারের নেতৃত্বে দারুণ সফল ইংল্যান্ড। পাকিস্তানকে তিন ওয়ানডে সিরিজে হোয়াইট করেছে তাদের দ্বিতীয় সারির দলটি।
তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়া ৯ ক্রিকেটার। ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্স করে সীমিত ওভারের সিরিজেও দলে জায়গা ধরে রেখেছেন সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না স্টোকস পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডে তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার (১৬ জুলাই), ট্রেন্ট ব্রিজে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারেন, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি।