South Africa Vs Ireland : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরিতে ডাবলিনের মালাহাইডে মঙ্গলবার ৪৩ রানে জয় তুলে নেয় আইরিশরা। সুবাদে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দলটি। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়।

আইরিশ অধিনায়ক বালবার্নি ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন। সেই সঙ্গে হ্যারি টেক্টরের ব্যাট থেকে আসে ৭২ রান। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের পুঁজি পায় স্বাগতিকরা।

জবাব দিতে নেমে ইয়ানেমান ম্যালান (৮৯) ও রেসি ফন ডার ডুসেনের (৪৯) ব্যাটে ৩২.২ ওভারে ২ উইকেটে ১৫৯ রান তুলে ফেলে প্রোটিয়ারা। সেখান থেকে ৪৮.৩ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।

আয়ারল্যান্ডের ছয় বোলার ভাগাভাগি করে নিয়েছেন উইকেটগুলো। ৩৪ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলিংটা অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের। ম্যাচসেরা হয়েছেন অ্যান্ডি বালবার্নি।

শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচ। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ২৯০-৫ (৫০ ওভার): বালবার্নি ১০২, টেক্টর ৭৯; ফেলুকওয়ায়ো ২-৭৩

দক্ষিণ আফ্রিকা: ২৭৪ (৪৮.৩ ওভার): মালান ৮৯, ফন ডার ডুসেন ৪৯; ম্যাকব্রাইন ২-৩৪

ফল: আয়ারল্যান্ড ৪৩ রানে জয়ী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?