Republican Party : ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি নিজেদের রাজ্যগুলোতে নির্বাচনী আইন কড়াকড়ি করেছে

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি নিজেদের রাজ্যগুলোতে নির্বাচনী আইন কড়াকড়ি করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বাইডেন বলেন, ‘এ হচ্ছে আমাদের স্বাধীনতার ওপর আঘাতের সূচনা।’

রিপাবলিকানরা অবশ্য বলছেন তারা ভোটদানের নিয়মে কড়াকড়ি করছেন যাতে ভবিষ্যতে কোনো ভোট-জালিয়াতি না হয় এবং আমেরিকানদের মনে এই আস্থা জন্মায় যে যথার্থভাবে ভোট গণনা করা হয়।

বাইডেন বলেন, ‘১৭টি অঙ্গরাজ্যে এরই মধ্যে যে ২৮ টি আইন পাশ করা হয়েছে তাতে আমেরিকানদের জন্য ভোটদান কঠিন হয়ে উঠেছে। এটি নির্বাচন বিরোধী, এটি বিবেকহীন কাজ।’

নাম না করেই বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ট্রাম্প অব্যাহতভাবে দাবি করেন , গত নভেম্বরের নির্বাচনে ভোট প্রদান ও ব্যালট গণনায় কারচুপির কারণে তাকে আরও চার বছর মেয়াদের জন্য হোয়াইট হাউজে থাকা থেকে বঞ্চিত করা হয়।

ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে তার সমর্থকদের সোচ্চার হর্ষধ্বণির মধ্যে মঙ্গলবার বাইডেন ঘোষণা করেন, ‘চরম মিথ্যা হচ্ছে, চরম মিথ্যাই।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?