Religious lawlessness : জগন্নাথের রঙ পরিবর্তন, ধর্মীয় অনাচারের অভিযোগ আনল কংগ্রেস

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৩ জুলাই।। জগন্নাথের রঙ পরিবর্তনে জেলা কংগ্রেসের পক্ষে সরকারের পৃষ্ঠপোষকতায় ধর্মীয় অনাচারের বিরুদ্ধে জেলা শাসকের দরবারে অভিযোগ দায়ের৷

অভিযোগ অন্যান্য বছরের মত এ বছর সরকারি অর্থানুকূল্যে এবং পৃষ্ঠপোষকতায় উদয়পুর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব সরকারি প্রশাসনের অনৈতিক কাণ্ডের ফলে কলুষিত ও অপবিত্র হয়েছে৷ এই বছর জগন্নাথকে কালো রঙের সজ্জিত করা হয়েছে৷ যা উদয়পুর জগন্নাথ মন্দিরে কয়েকশত বছর ধরে চলে আসা ঐতিহ্যের বিরুদ্ধে৷

এই ঘটনাটি পুরোপুরি ধর্মীয় ঐতিহ্য এবং রীতিনীতি বিরোধী৷ যা ধর্মীয় লোকদের ভাবাবেগে আঘাত করেছে৷ জগন্নাথ মূর্তির এই রঙ পরিবর্তন করা হয়েছে প্রশাসনের বদান্যতায়৷ উল্লেখ্য, উদয়পুরের জগন্নাথ তাঁর রচনাশৈলীর বর্ণ এবং রঙ ভারতের অন্যান্য অংশের চেয়ে পৃথক৷ এখানে জগন্নাথ ‘নীল মাধব’ নামে পরিচিত এবং জগন্নাথ প্রায় ৪০০ বছর ধরে নীল (আকাশী) বর্ণে পূজিত হয়ে আসছে৷

উদয়পুরের জগন্নাথ প্রতিমা সম্পূর্ণরূপে হাত যুক্ত এবং আর্শীবাদ প্রদান মুদ্রা অবস্থায় যা ভারতে অন্য জগন্নাথ মূর্তিতে নেই৷ ভগবান নীলমাধব ভগবান জগন্নাথের একটি রূপ বলেও জানান৷ পাশাপাশি বলেন, মহারাজা বিজয় মাণিক্যের সেনাপতি দৈত্য নারায়ণ (১৫২৯-১৬৬০) পুরী থেকে ভগবান জগন্নাথের প্রতিমা নিয়ে এসেছিলেন এবং এই মন্দিরে এটি স্থাপন করেছিলেন৷

এরপরে এটি এই মন্দিরটি থেকে সরিয়ে আবার কুমিল্লায় (বাংলাদেশ) স্থাপন করা হয়৷ এবং শেষে মূর্তিটি ত্রিপুরার মেলাঘরে ফিরে আসে৷ কুমিল্লায় জগন্নাথ প্রতিষ্ঠার পরে উদয়পুরের লোকেরা ১৯০৪ সালে আবার রথযাত্রা শুরু করেন তৎকালীন রাজ হাকিম ব্রজেন্দ্র দত্ত৷

আনুমানিক ১৯১১ সালে রাজ কর্মচারী ডিভিশনাল অফিসার কুঞ্জ মোহন চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় পুরী থেকে পুনরায় জগন্নাথ বিগ্রহ এনে স্থাপন করা হয়েছিলো৷ অনেকের মতে, ত্রিপুরার রাজারা বিষ্ণুর উপাসক ছিলেন এবং ছিলেন বৈষ্ণবও, নীলমাধব বিষ্ণুর এক রূপ৷ ভগবান বিষ্ণুর নীল রঙ তাঁর অনন্তের প্রতীক৷ এর প্রভাব জগন্নাথের রঙে দেখা যায়৷

অভিযোগ উদয়পুরে ঐতিহাসিকভাবে বিখ্যাত জগন্নাথ মন্দিরে জগন্নাথের রঙ পরিবর্তন করার মতো জঘন্য অপরাধের ফলে ধর্মীয় ভাবাবেগ এবং আচার- অনুষ্ঠানে আঘাতপ্রাপ্ত হয়েছে৷ এছাড়া প্রশ্ণ তুলেন মন্ত্রী, প্রণজিৎ সিংহ রায় জগন্নাথ মন্দির কমিটির চেয়ারম্যান হওয়ার পরেও এই ধর্মীয়  অপরাধ কী ভাবে সংঘটিত হয়েছে?

এই পরিস্থিতিতে এই অপরাধের শাস্তি এবং ধর্মীয় আচার অনুসারে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস জগন্নাথ প্রতিমার ঐতিহ্যবাহী রূপ পুনরুদ্ধারের দাবি করেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?