অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডের শেষ স্পট-কিকটি নেন বুকায়ো সাকা। কিন্তু ১৯ বছর বয়সী তারকার শট গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা রুখে দিলে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দে মেতে উঠে ইতালি।
ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা সাকাকে সামলানোর দায়িত্ব পড়েছিল গিওর্গিও কিয়েলিনির ওপর। ইতালির অভিজ্ঞ ডিফেন্ডার তা ভালোভাবে সামলেছেন। সাকাকে নিষ্প্রভ রেখেছিলেন তিনি। এমনকি ম্যাচের শেষদিকে ইংলিশ উইঙ্গারের জার্সি টেনে ধরে মাটিতে ফেলে দিতেও দেখা যায় কিয়েলিনিকে। অবশ্য তার জন্য হলুদ কার্ড দেখেন ৩৬ বছর বয়সী জুভেন্টাস ডিফেন্ডার।
ম্যাচে সাকাকে রুখে দেওয়ায় যেমন সফল ছিলেন তেমনি পেনাল্টি নেওয়ার সময় অভিশাপ দিয়েও ‘সফল’ কিয়েলিনি। পেনাল্টি কিক নেওয়ার আগে আর্সেনাল তারকাকে অভিশাপ দিয়েছিলেন তিনি। আর তা ফলেও যায়। পেনাল্টি মিস করে ইংলিশদের হৃদয় ভাঙেন সাকা।
স্পট-কিক নেওয়ার আগে এই টিনেজ তারকাকে অভিশাপ দেওয়ার কথাটি জানিয়েছেন স্বয়ং কিয়েলিনি। সাকা পেনাল্টি নেওয়ার একটু আগে ইতালিয়ান ডিফেন্ডার চিৎকার করে বলেছিলেন, ‘কিরিচোচো!’ কয়েক দশক ধরে ফুটবলারদের মধ্যে প্রতিপক্ষের দুর্ভাগ্য কামনায় এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। আর সেটি ফলেও গেলো সাকার সঙ্গে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয় ইউরোর ফাইনাল। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল না এলে টাইব্রেকার শুরু হয়। ভাগ্যের খেলায় ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইতালি। কিয়েলিনির অভিশাপেই হয়তো ইংল্যান্ডের শেষ পেনাল্টি নিতে এসে মিস করে বসেন সাকা।