স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ জুলাই।। বিশালগড় অফিসটিলার ছোট্ট মেয়ে তৃপ্তি৷ সে স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী৷ কোভিড পরিস্থিতিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান৷ পড়াশোনা চলছে অনলাইনে৷ এক্ষেত্রে স্মার্ট ফোন থাকা চাই৷
তৃপ্তির বাবা বিকাশ ঘোষ পেশায় গাড়ি চালক৷ উনার একটি স্মার্ট ফোন রয়েছে৷ রোজ সকালে কাজে বেরিয়ে বিকালে বাড়ি ফিরেন৷ সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে যা রোজগার হয় তাতে সংসার প্রতিপালন করাই কষ্টকর৷
কারণ করোনা আবহে যানবাহন শিল্প মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত৷ মেয়ের পড়াশোনার জন্য নতুন স্মার্ট ফোন কিনে দেওয়ার উপায় নেই৷ অনলাইন ক্লাসে অংশ না নিতে পেরে রোজই কান্নাকাটি করতো ছোট্ট মেয়ে তৃপ্তি৷
একদিন টিভিতে দেখেন মুখ্যমন্ত্রী এক ছাত্রীর হাতে মোবাইল ফোন তুলে দিয়েছেন৷ এরপর গত ২৬ জুন বাবার ফেসবুক থেকে মুখ্যমন্ত্রীর কাছে মোবাইলের জন্য আবদার করেন৷ বিষয়টি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গোচরে যায়৷ তৃপ্তির আবদার পূরণ করেন মুখ্যমন্ত্রী৷
মঙ্গলবার বিকেলে তৃপ্তির বাড়িতে যান বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা, সহসভাপতি রাজীব ভট্টাচার্য্য, জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মণ্ডল সভাপতি সুশান্ত দেব প্রমুখ৷ তাঁরা মুখ্যমন্ত্রী প্রেরিত মোবাইল ফোন তুলে দেন তৃপ্তির হাতে৷