Olivier Giroud : এসি মিলানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে চেলসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। এসি মিলানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে চেলসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। আশা করা হচ্ছে, সিরি’আ লিগ জায়ান্টদের সঙ্গে দুই বছরের চুক্তি করতে পারেন ফরাসি তারকা। এই সপ্তাহে শেষেই হয়তো সম্পূর্ণভাবে সান সিরোতে দেখা যাবে তাকে।

২০১৮ সালের জানুয়ারিতে আর্সেনাল থেকে ১৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন জিরু। গত মাসে ব্লুজদের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন তিনি। তবে ট্রান্সফারের বিনিময়ে মিলানের হাতে জিরুকে ছেড়ে দিতে রাজি ব্লুজরা। গত মৌসুমে চেলসির হয়ে ৩১ ম্যাচে ১১ গোল করেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ জয়ীরা গত গ্রীষ্মে দুই জার্মান ফরোয়ার্ড কাই হাভাৎর্জ ও টিমো ভেরনারকে দলে ভেড়ানোর পর অনিয়মিত হয়ে পড়েন জিরু। ৩৪ বছর বয়সী স্ট্রাইকার ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০/২১ মৌসুমে মাত্র ৮ ম্যাচ মাঠে নামার সুযোগ পান।

চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৯ ম্যাচে ৩৯ গোল করেছেন জিরু। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এফএ কাপ।এই বিশ্বকাপজয়ী তারকা আর্সেনালের জার্সিতে তিনটি এফএ কাপ জিতেছেন। সদ্য সমাপ্ত হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে হেরে বিদায় নেয় তার দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?