স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুলাই।। গত বছরের মতো নেইবার হুড ক্লাস দিয়ে বিদ্যালয় স্তরে পঠন পাঠন শুরু করতে চলছে বিদ্যালয় শিক্ষা দপ্তর৷ বিদ্যালয় শিক্ষা অধিকর্তা মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালন কমিটিগুলিকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে৷
সর্বোচ্চ ৫ জন ছাত্রছাত্রী নিয়ে এলাকাভিত্তিক হবে এবারের এই নেইবার হুড ক্লাস৷ একটি ক্লাসের মেয়াদ হবে দেড় থেকে দুই ঘণ্টা করে চলবে ক্লাস৷
শিক্ষকশিক্ষিকারা ছাত্রছাত্রীদের এলাকায় গিয়ে এই ক্লাস নেবেন৷ একদম প্রাক প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সবার পড়াশোনাই এই পদ্ধতিতে শুরু করতে চলছে বিদ্যালয় শিক্ষা দপ্তর৷
শ্রেণি ভাগ করে সপ্তাহে ১০ থেকে ১৫ ঘণ্টা করে ক্লাস করানোর সিদ্ধান্ত ঠিক করে দিয়েছে দপ্তর৷ তবে সমস্ত ক্ষেত্রেই যথাযথ করোনার আচরন মানা বাধ্যতামূলক৷