Hotel Collapse : চীনের সুজৌ শহরের একটি হোটেল ধসে পড়ায় ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। চীনের সুজৌ শহরের একটি হোটেল ধসে পড়ায় ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। বিবিসি জানিয়েছে, ধংসস্তূপের ভেতর উদ্ধারকারীরা ২৩ জনকে খুঁজে পান। এর মধ্যে ছয়জন জীবিত ছিলেন।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, হোটেল মালিক ভবনের কাঠামো পরিবর্তন করতে চাইলে এই দুর্ঘটনা ঘটে।

গত কয়েক বছরে ভবনটি বার কয়েক সংস্কার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। রেড স্টার নিউজকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভবনটিতে মাত্র তিনটি ফ্লোর ছিল। কিন্তু কয়েক বছরে ফ্লোর আরও বাড়ানো হয়েছে।’ প্রদেশ সরকার জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের অপরাধী আইনে বিচার করা হবে।

সিজি কাইউয়ান নামের হোটেলটি ধসে পড়ে স্থানীয় সময় সোমবার বিকেলের দিকে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন ৬০০ উদ্ধারকর্মী।প্রথমে বলা হয়, ভবনটিতে ১৮ জন মানুষ আছেন। পরে জানা যায় অনিবন্ধিত হিসেবে আরও ছয়জন বসবাস করছেন।এর মধ্যে ছয় জন বেঁচে আছেন, পাঁচজন আহত হয়েছেন। এক জন সুস্থ আছেন। চীনে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভবনে দুর্ঘটনা ঘটল। এর জন্য দুর্বল নির্মাণ কাজকে দায়ী করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?