অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। বাবর আজমের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বড় পুঁজি গড়েছিল পাকিস্তান। তবে জেমস ভিন্সের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ম্লান সেটি। ৩৩২ রান তাড়া করে ইংল্যান্ডকে জিততে সহায়তা করল ভিন্সের ইনিংস। তিন ম্যাচের সিরিজ স্বাগতিকরা জিতল ৩-০ তে।
ভিন্স খেলেছেন ৯৫ বলে ১০২ রানের ইনিংস। তার দল জিতেছে ৩ উইকেটে। ১৩৯ বলে ১৫৮ রানের ইনিংস খেলে বাবর আজমকে থাকতে হয়েছে পরাজিত দলে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ ওভারে ১৬৫ রান তুললে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে ভিন্স এবং লুইস গ্রেগরি ষষ্ঠ উইকেটে যোগ করেন ১২৯ রান। তাতে লক্ষ্যের দিকে ছুটতে থাকে ইংলিশরা।
শেষ ৪৮ বলে ৩৮ রান প্রয়োজন ছিল ইংলিশদের। সেখান থেকে ভিন্স ও গ্রেগরি দুজনকেই হারায় ইংল্যান্ড। দুটি উইকেটই পান হারিস রউফ। যিনি মোট ৪ উইকেট নিয়েছেন।
গ্রেগরির ব্যাট থেকে আসে ৬৯ বলে ৭৭ রান। ক্রেইগ ওভারটন ও কার্স বাকিটা কাজ সহজেই সারেন। দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় ইংল্যান্ড। এজবাজস্টনে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
এর আগে পাকিস্তানের পক্ষে বাবরের সেঞ্চুরি ছাড়াও ৫৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। ইমাম-উল-হক খেলেন ৭৩ বলে ৫৬ রানের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে কার্স সর্বাধিক ৫ উইকেট নেন।
শুক্রবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ৩৩১-৯ (৫০ ওভার): বাবর ১৫৮ (১৩৯), রিজওয়ান ৭৪ (৫৮); কার্স ৫-৬১
ইংল্যান্ড ৩৩২-৭ (৪৮ ওভার): ভিন্স ১০২ (৯৫), গ্রেগরি ৭৭ (৬৯); রউফ ৪-৬৫
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।