Disrupting Peace : বিভিন্ন বিষয়ে চীনের পদক্ষেপ শান্তি বিঘ্নিত করছে বলে অভিযোগ তুলেছে জাপান

অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান- বিভিন্ন বিষয়ে চীনের পদক্ষেপ শান্তি বিঘ্নিত করছে বলে অভিযোগ তুলেছে জাপান। মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ফাইল দেশটির প্রধানমন্ত্রীর হাতে গেছে।সেখানে এসব কথা বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই চীনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাপান। গত বছর ভারত-অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনায় অংশ নিয়েছিল জাপান। যৌথ নৌমহড়াতেও জাপান গুরুত্বপূর্ণ সদস্য ছিল।

জাপানের বক্তব্য, দক্ষিণ এশিয়ায় চীন যেভাবে নিজেদের শক্তি বাড়াচ্ছে, তা যথেষ্ট চিন্তার। শুধু স্থলসেনা নয়, চীন নৌসেনা ব্যাপকভাবে বাড়িয়েছে গত কয়েক বছরে। ওই নৌসেনা দক্ষিণ চীন সাগরের বিভিন্ন স্ট্র্যাটেজিক অঞ্চলে আর্টিফিশিয়াল দ্বীপ তৈরি করে সেনাঘাঁটি তৈরি করেছে। ওই সমস্ত অঞ্চলই চীন নিজেদের এলাকা বলে দাবি করছে।

জাপানের বক্তব্য, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলগুলো কব্জা করার জন্যই চীন এ কাজ করছে। শুধু তাই নয়, চীন সাগরের পূর্বে জাপানের বিতর্কিত দ্বীপগুলো নিয়েও চীন প্রশ্ন তুলতে শুরু করেছে বলে অভিযোগ। জাপানের বক্তব্য, এ ভাবেই এলাকায় ভারসাম্য নষ্ট করছে চীন।

তাইওয়ান নিয়েও দীর্ঘ বক্তব্য আছে জাপানের ফাইলে। বলা হয়েছে, তাইওয়ানের ওপর চীন যেভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেছে, তা ভয়ংকর। হংকং এবং তাইওয়ানকে গিলে নেওয়ার চেষ্টা করছে চীন। তাইওয়ান এবং চীনের মধ্যে যে শক্তিসাম্য ছিল, তাও এখন চীনের দিকে হেলে গিয়েছে বলে জাপানের দাবি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে। চীনের শক্তির সঙ্গে পাল্লা দিতে তাইওয়ানকে বরাবরই অস্ত্র দিয়ে সাহায্য করে যুক্তরাষ্ট্র এবং জাপান। কিন্তু সম্প্রতি তাইওয়ান এবং হংকংয়ের উপর বিপুল চাপ তৈরি করেছে চীন। এই বিষয়টিও জাপানের উপর চাপ বাড়াচ্ছে বলে রিপোর্টে বলা হয়েছে।

চীন অবশ্য জাপানের এই রিপোর্টকে মিথ্যা এবং অন্তরসারশূন্য বলে দাবি করেছে। তাদের দাবি, জাপান যে কটি বিষয় উত্থাপন করেছে, তার একটিও আসলে ধোপে টেকে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?