স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৩ জুলাই।। মঙ্গলবার মরাছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আশা কর্মীদের এক প্রতিনিধি দল ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক এর নিকট একটি ডেপুটেশন প্রদান করে।
ডেপুটেশন প্রদান করার মূল কারণ অনিয়মিত মাসিক পারিশ্রমিক প্রদান করা হচ্ছে আশা কর্মীদের। অনিয়মিত অনুদান পাওয়া সত্ত্বেও কাজের কোন ঘাটতি রাখেনি আশা কর্মীরা।
বেশ কয়েক মাস ধরে অনিয়মিত অনুদান দিচ্ছে তাতে ক্ষুব্ধ আশা কর্মীরা। তাই আজ ডেপুটেশনের উদ্যোগ নিয়েছে মরাছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা আশা কর্মীরা।
এ বিষয় নিয়ে সিএমও চিতন দেব্বর্মাকে জানান ইতিমধ্যেই তাদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক ট্রানজেকশন হয়তো কোন সমস্যা থাকায় তাদের বকেয়া এখনো পাইনি।