স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জুলাই।। দেনার দায়ে ডুবে গিয়েছিল আড়ালিয়া উত্তর পাড়ার রাজমিস্ত্রি ফারুক হোসেন(৪০)৷ অভিযোগ, পাওনাদারদের ক্রমাগত চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় সে৷
সোমবার রাতের কোন একটা সময়ে নিজের বাড়ির রান্নাঘরেই ফাঁসিতে ঝুলে পড়েছিল৷ মঙ্গলবার সকালে তার স্ত্রী সেই দৃশ্য দেখতে পায় রান্নাঘরের দরজা খোলা মাত্রই৷ এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ স্ত্রীসহ দশম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে নিয়ে তিন জনের সংসার ফারুক হোসেনের৷
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি নিজেই সিমেন্টের পিলার, পাইপ সহ বিভিন্ন জিনিস তৈরি করতো৷ কাজ করতে গিয়ে দেনায় পড়ে যায় এবং বিভিন্ন জনের কাছ থেকে সুদের উপরে ভালো অংকের টাকা ধার নেয়৷ আসল তো দূরের কথা সুদের টাকাই ফিরিয়ে দিতে পারছিল না প্রতিমাসে৷
সুদ আর আসলে মিলে টাকার অংক পাহাড়সম হয়ে যায়৷ প্রতিবেশীরা অনুমানের উপর ভিত্তি করে জানায় তার সর্বমোট দেনা প্রায় ছয় সাত লক্ষ টাকার মতো হবে। তার স্ত্রী জানায় গত কিছুদি ধরেই ফারুক মানসিক অবসাদে ভুগছিলো৷
গতকাল রাতেও অস্থিরতা করছিল৷ এই অস্থিরতার পরিণাম ফল যে গলায় দড়ি দেবেন, সেটা বুঝতে পারেনি স্ত্রী৷ ভিটে ছাড়া সম্পদ বলতে আর কিছুই নেই৷ এখন মা আর মেয়েকে এই বাড়িটিতে মাথা গুঁজেই জীবন সংগ্রাম চালিয়ে যেতে হবে৷
যতটুকু জানা যায়, ব্যাঙ্ক বা অপর কোন সরকারি প্রতিষ্ঠান থেকে টাকা ধার নেয়নি৷ যে কয়েক লক্ষ টাকা নিয়েছিল সবগুলিই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেয়া৷