অনলাইন ডেস্ক, ১৪ জুলাই।। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ‘হোম’ থেকে ইউরো চ্যাম্পিয়নশিপ ‘রোম’ নিয়ে গেছে ইতালি। টুর্নামেন্টের সেরা একাদশেও আধিপত্য আজ্জুরিদের।
পাঁচ ইতালিয়ানের সঙ্গে একাদশে রয়েছেন তিন ইংলিশ। স্পেন, বেলজিয়াম ও ডেনমার্কের রয়েছে একজন করে। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেও জায়গা হয়নি পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর।
একাদশে জায়গা পাওয়া পাঁচ ইতালিয়ান হলেন লিওনার্দো বোনুচ্চি, জোর্গিনহো, লিওনার্দো স্পিনাজ্জোলা, ফেদেরিকো চিয়েসা ও আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। তিন ইংলিশ হলেন হ্যারি ম্যাগুইরি, কাইল ওয়াকার ও রহিম স্টার্লিং।
ইউরোর এই সেরা একাদশ বাছাই করেছেন ১৬ জন টেকনিক্যাল অবজার্ভার। তাদের মধ্যে আছেন সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ ও কোচ। ওয়েস্ট হামের কোচ ডেভিড ময়েস, সাবেক ইংলিশ কোচ ফাবিও কাপেলো ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সাবেক স্ট্রাইকার রবি কিন আছেন তাদের মধ্যে। তারা এই সেরা একাদশের ফর্মেশন করেছেন ৪-৩-৩।
ইউরো সেরা একাদশ: জিয়ানলুইজি দোনারুমা (ইতালি), কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুইরি (ইংল্যান্ড), লিওনার্দো স্পিনাজ্জোলা (ইতালি), জর্জিনহো (ইতালি), পিয়ের-এমিল হয়বিয়ার (ডেনমার্ক), পেদ্রি (স্পেন), ফেদেরিক চিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রহিম স্টার্লিং (ইংল্যান্ড)।