স্টাফ রিপোর্টার, কল্যানপুর, ১৩ জুলাই।। গত ২০শে জুন উত্তর মহারানীপুরের গরু চোর আখ্যায়িত করে গণধোলাই দিয়ে চার চারজন সোনামুরা মহকূমার সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে হত্যা করার পর এই ঘটনার যাবতীয় তদন্থ প্রক্রিয়া পুলিশ বুদ্ধিমত্তার সাথেই করছে । ইতিপূর্বে ঘটনার সাথে যুক্ত তিন জন অভিযূক্তকে জালে তুলার পর আবারো পুলিশের সাফল্য বলা চলে।
আজ ভোরের কোন একটা সময় কল্যানপুর থানার পুলিশ এদিনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আরো তিন জনকে গ্রেপ্তার করে। এর মধ্যেই ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত ছয়জন গ্রেফতার হলো। এদের মধ্যে দুজন কল্যানপুর থানাধীন এলাকার এবং একজন মুংগিয়াকামি থানা এলাকার।
এই তিন জন হল দেওয়ান সরদার পাড়ার হরিনাথ দেববর্মার ৩২ বছরের ছেলে রবীন্দ্র দেববর্মা, একই গ্রামের অবনী দেববর্মার ছেলে অমৃত দেববর্মা(৩৩) এবং দক্ষিণ মহারানীপুরের মৃত ভূপেন্দ্র দেববর্মার ছেলে অশ্বিনী দেববর্মা। এই নিয়ে এদিনের ঘটনার সাথে যুক্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যদিও তাদের গ্রেপ্তারের পর তাদের ছাড়িয়ে নিতে পরিবারের লোকজন জড়ো হয় কল্যাণপুর থানা চত্বরে। একপ্রকার উত্তেজনার পরিবেশ তৈরি হওয়াতে পুলিশ কোন ধরনের ঝুঁকি না নিয়ে তাদের খোয়াই জেলা আদালতে পাঠিয়ে দেয়।