UPI QR : গত পাঁচ বছরে ১০ কোটিরও বেশি ইউপিআই কিউআর তৈরি হয়েছে, জানালেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৩ জুলাই।। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এবং ভুটানের অর্থমন্ত্রী মিঃ লিওনপো নামগে শেরিং আজ একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যৌথভাবে ভুটানের ‘বিএইচআইএম- ইউপিআই’অ্যাপ পরিষেবা’র সূচনা করছেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ডঃ ভাগবত কিষাণরাও করদ, ভুটানের অর্থবিষয়ক কর্তৃপক্ষের গভর্নর মিঃ দাশো পেনজোর,ভারতের আর্থিক পরিষেবা বিভাগের সচিব দেবাশীষ পান্ডা, ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রুচিরা কাম্বুজ, ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত জেনারেল ভি নামগিয়েল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতারমন জানান, ভারত প্রতিবেশী দেশেকে প্রথম গুরুত্ব দেওয়ার যে নীতি গ্রহণ করেছে, তার আওতায় ভুটানে এই পরিষেবা চালু করা হয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান কোভিড-১৯ এর সঙ্কটময় পরিস্থিতিতে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিএইচআইএম- ইউপিআই অ্যাপ পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি এই ডিজিটাল লেনদেনে গতি এসেছে বলেও উল্লেখ করেন তিনি। গত পাঁচ বছরে ১০ কোটিরও বেশি ইউপিআই কিউআর তৈরি হয়েছে এবং ২০২০- ২১ অর্থ বর্ষে এই বিএইচআইএম- ইউপিআই’এর মাধ্যমে ৪১ লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে।

অনুষ্ঠানে ভুটানের অর্থমন্ত্রী মিঃ লিওনপো নামগে শেরিং ভুটানে বিএইচআইএম-ইউপিআই পরিষেবা চালু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরের সময় এই পরিষেবা চালু করার ক্ষেত্রে সাহায্যের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এ দিন পূরণ হয়েছে।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর সফরের অব্যবহিত পরে, ভারত এবং ভুটান উভয়ই একে অপরের রুপে কার্ড ব্যবহার করতে সম্মত হয় এবং ইতিমধ্যে এর ব্যবহার শুরু হয়েছে। প্রতিবছর ভারত থেকে বহু পর্যটক ভুটানে বেড়াতে যান। এই পরিষেবা চালু হওয়ায় এবার সংস্পর্শহীন লেনদেন সম্ভবপর হবে। এর ফলে পর্যটক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।

এই পরিষেবা চালু করার অঙ্গ হিসেবে শ্রীমতি সীতারমন এদিন বিএইচআইএম-ইউপিআই অ্যাপের সাহায্যে সরাসরি লেনদেনের মাধ্যমে ভুটানের ওজিওপি কেন্দ্র থেকে জৈব পণ্য কেনেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?