অনলাইন ডেস্ক, ১৩ জুন।। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার জয়ের নায়কদের একজন ছিলেন রদ্রিগো ডি পল।
মাঝমাঠ থেকে তার বাড়ানো বলে গোল করে লা আলবিসেলেস্তেদের এগিয়ে দেন আনহেল দি মারিয়া। সেই ব্যবধান ধরে রেখে ২৮ বছর পরে কোপা জয়ের উৎসব করে আর্জেন্টিনা। মাঝমাঠে কোচ লিওনেল স্কালোনির অন্যতম ভরসা ছিলেন ডি পল।
আসরে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি নজর কেড়েছেন বিশ্ব ফুটবলের। ফলটাও পেলেন হাতেনাতে। ইতালিয়ান ক্লাব উদিনেসের এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
পেশাদারি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো স্পেনে খেলবেন ডি পল। এর আগে তিনি ২০১৪-১৬ পর্যন্ত ছিলেন ভ্যালেন্সিয়ায়। এবার তিনি অ্যাটলেটিকোতে যোগ দিলেন ৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে।
রোহিব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তির পর ডি পল বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। আমি লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলাম। ’