অনলাইন ডেস্ক, ১৩ জুলাই।। সম্প্রতি এক ইন্টারভিউতে বলিউড অভিনেতা অর্জুন কাপুর জানিয়েছিলেন তার সৎ বোন অর্থাৎ তার বাবা বনি কাপুরের দ্বিতীয় পক্ষের সন্তান, অভিনেত্রী জাহ্নবী কাপুরের মুখে ‘অর্জুন ভাইয়া’ ডাক শুনতে তিনি মোটেও পছন্দ করেন না।
সম্প্রতি বলিউড ফিল্ম ক্লাবের তরফে মডারেটর অনিরুদ্ধ গুহ অর্জুনকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি স্পষ্টই জানান ‘অর্জুন ভাইয়া’ ডাক শুনলে তার মহাভারতের কথা মনে হয়, পাশাপাশি নামটি তার ধর্মীয় নাম বলে মনে হয়।
পাশাপাশি অর্জুন আরও জানিয়েছেন তার নিজের বোন অংশুলা তাকে ভাই বলে ডাকলেও তার অস্বস্তি লাগে। তবে জাহ্নবীকে তিনি কোনদিন বলে দেননি কি বলে ডাকতে হবে। তাই অর্জুন মনে করেন হয়তো জাহ্নবী নিজের মন থেকেই অর্জুন ভাইয়া ডাকটি তৈরি করেছেন।
এরপরই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। অর্জুন ভাইয়া নামটি ধর্মীয় মনে হলেও শুধু ভাইয়া ডাকে কি আপত্তি তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একটি বড় অংশ। তবে অর্জুন এর অনুগামীরা কিন্তু জানাচ্ছেন ব্যাপারটা মোটেও এত সিরিয়াস নয়।
কারণ অর্জুন এবং জাহ্নবীর বন্ধুত্ব আর কারোরই অজানা নেই। ২০১৮ সালে অর্জুনের সৎমা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই জাহ্নবী এবং তার বোন খুশি কাপুর এর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অর্জুনের। এক ইন্টারভিউতে জানিয়েওছিলেন অর্জুন খুশি এবং জাহ্নবীকে নিজের বোনের মতোই ভালোবাসেন তিনি।