অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। বড় ছেলের নাম তৈমুর রেখে অনলাইনে ব্যাপক আক্রমণের মুখে পড়েছিলেন কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি। বলা হচ্ছিল, হিন্দু হয়েও ‘মোঙ্গল সম্রাটের’ নাম বেছে নিয়েছেন নায়িকা। এমনকি ‘লাভ জেহাদ’-এর শিকার বলে বারবার আক্রমণের মুখ পড়তে হয়েছিল তাকে!
সম্প্রতি কারিনা দ্বিতীয়বার ছেলের মা হয়েছেন। অভিনেতা রণধীর কাপুর নিশ্চিত করেছেন, তার নাতির নাম রাখা হয়েছে জেহ। শোনা যাচ্ছে, ছেলের নাম রাখার ক্ষেত্রে এবার বেশ সাবধানে ছিলেন সাইফ-কারিনা। তারপরও থেমে নেই তারকা দম্পতির প্রতি আক্রমণ। সোশ্যাল মিডিয়ায় এসেছে অদ্ভুত অদ্ভুত মন্তব্য।
যেমন; একজন লিখেছেন তিনি ১০১ শতাংশ নিশ্চিত যে, সাইফ-কারিনা ছেলের নাম জাহাঙ্গীর রাখতে চেয়েছিলেন। কিন্তু প্রতিক্রিয়ার ভয়ে সংক্ষেপে জেহ রেখেছেন। আরেকজন বলেন, জেহ হলো ‘জেহাদ’-এর সংক্ষিপ্তরূপ। কেউ বলছেন, পুরো নাম হলো জালালুদ্দীন।
এর আগে তৈমুরের নাম নিয়ে মন্তব্যের জবাব দিয়েছিলেন সাইফ। তিনি জানান, নামটি পরিবর্তন করতে চাইলেও কারিনা তাকে বিরত রাখে। সাম্প্রতিক সময়ে একাধিক বিষয়ে উগ্রবাদীদের সমালোচনার মুখে পড়েন সাইফ। তার বাড়ির সামনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় পুলিশ।
সাইফ অভিনীত ‘তাণ্ডব’ সিরিজে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে ভারত জুড়ে বিক্ষোভ হয়। শিগগিরই ‘আদিপুরুষ’ ছবিতে মহাকাব্যের রাবণ চরিত্রে অভিনয় করবেন সাইফ। এক সাক্ষাৎকারে জানান, এ চরিত্রটিকে মানবিক ও যৌক্তিকভাবে উপস্থাপনা করা হবে। এ নিয়েও তোপের মুখে পড়েন অভিনেতা।