স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জুলাই।। ত্রিপুরার নবনিযুক্ত রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য আজ বিকালে বিমানে আগরতলায় এসে পৌছেছেন।
মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে সস্ত্রীক রাজ্যপালকে পুস্প স্তবক দিয়ে স্বাগত জানান মুখ্যসচিব কুমার অলক, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। সেসময় রাজ্যপালের পরিবারের সদস্যরাও তাঁর সাথে ছিলেন।
বিমানবন্দর থেকে নবনিযুক্ত রাজ্যপাল সপরিবারে রাজভবনে আসেন। রাজভবনে এসে পৌঁছালে নবনিযুক্ত রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়।
রাজভবনে নবনিযুক্ত রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ রেবর্তী মোহন দাস, সাংসদ রেবর্তী ত্রিপুরা, চীফ হুইপ কল্যাণী রায়।
উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। উল্লেখ্য, বর্তমান রাজ্যপাল রমেশ বৈস ঝাড়খন্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ায় সত্যদেও নারায়ণ আর্য ত্রিপুরার ১৯তম নবনিযুক্ত হয়েছেন।
নবনিযুক্ত রাজ্যপাল বলেন, ত্রিপুরার ও ত্রিপুরাবাসীর অগ্রগতি ও উন্নয়নের জন্য কাজ করবেন এবং এই প্রক্রিয়ায় সামিল হতে তিনি সবার প্রতি আহ্বান জানান।