অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। লিউক শ নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিই পেলেন ইউরো কাপের ফাইনালের মঞ্চে। সেটাও রেকর্ড গড়ে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাত ১টায় শুরু হয় ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ফাইনাল ম্যাচটি। কিক অফের ১ মিনিট ৫৭ সেকেন্ডেই বল জালে জড়িয়ে দেন শ।
ইউরো কাপের ফাইনালে এটিই সবচেয়ে দ্রুতগতির গোল। আগের রেকর্ডটি পেরেদার, ১৯৬৪ সালে ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন তিনি।
তবে ম্যাচ শেষে হাসতে পারেননি শ। টাইব্রেকারে জয় তুলে নিয়ে ইউরোর মুকুট পড়ে ইতালি।