অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। প্রথমার্ধে পিছিয়ে থাকা ইতালিকে সমতায় ফেরালেন লিওনার্দো বোনুচ্চি। ম্যাচের ৬৭ মিনিটে গোল করলেন তিনি। এর আগে ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন লিউক শ। এই প্রতিবেদন লেখার ৭৫ মিনিট শেষে সময় খেলার ফল ১-১।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাত ১টায় শুরু হয় ইংল্যান্ড ও ইতালির মধ্যকার ইউরো কাপের ফাইনাল ম্যাচটি।
কিক অফের ১ মিনিট ৫৭ সেকেন্ডে বল জালে জড়িয়ে দেন শ। সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ইউরো কাপের ফাইনালে এটিই সবচেয়ে দ্রুতগতির গোল। আগের রেকর্ডটি পেরেদার। ১৯৬৪ সালে ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন তিনি।
এরপর প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ইতালি। বেশিরভাগ আক্রমণই করেছে তারা। বলের দখলও ছিল তাদের বেশি। কিন্তু গোল পাওয়া হচ্ছিল না।
অবশেষে ৬৭ মিনিটের মাথায় লিওনার্দো বোনুচ্চির গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ইতালি। এদিন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে ইতালি। ইংল্যান্ড সাকার বদলে শুরু থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ট্রিপিয়ারকে।