অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। ইউরো কাপের ফাইনালে টাইব্রেকারে দু-দুটি পেনাল্টি রুখে ইতালির শিরোপা জয়ে বড় ভূমিকা জিয়ানলুইজি দোন্নারুম্মার। যার হাতে উঠল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অফিশিয়ালি প্রথম গোলকিপার হিসেবে এই কীর্তি তার।
রবিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ এ হারায় ইতালি। এর আগে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলে ১২০ মিনিট শেষেও ১-১ সমতায় ছিল ম্যাচ। পুরো আসরে ইতালির ৭ ম্যাচে দোন্নারুম্মা গোল হজম করেন মাত্র ৪টি।
কোনো ম্যাচেই একটার বেশি গোল হজম করেনি আজ্জুরিরা। গ্রুপ পর্বে তুরস্ক, সুইজারল্যান্ড ও ওয়েলসের বিপক্ষে তিন ম্যাচে মোট ৭ গোল করে ইতালি। হজম করেনি কোনো গোল। শেষ ষোলোতে অস্ট্রিয়া ও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ এ জয় তাদের। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলে ১২০ মিনিটের লড়াই ১-১ সমতায় শেষ হয়।
পরে টাইব্রেকারে ৪-২ এ জয় পায় ইতালি। যেখানেও একটি পেনাল্টি রুখে দেন দন্নারুম্মা। এরপর ফাইনালের মঞ্চেও নিজের সেরাটা উজাড় করে দিলেন। দেশকে এনে দিলেন শিরোপা। ৫৩ বছর পর ইউরো কাপে চ্যাম্পিয়ন হলো ইতালি।