অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ। ক্যারিয়ারে যা তার ষষ্ঠ উইম্বলডন শিরোপা। এর মধ্য দিয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করলেন সার্বিয়ান তারকা।
রবিরার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট জিতে নেন ৩৪ বছর বয়সী জকোভিচ। ৬-৭ (৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে জয় তুলে নেন তিনি।
৬টি উইম্বলডনের সঙ্গে ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন, দুই বার ফরাসি ওপেন এবং তিন বার ইউএস ওপেন জিতেছেন নোভাক জকোভিচ।
আর ২০২১ সালের হওয়া তিনটি গ্র্যান্ড স্লামেই জয় তার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনও নিজের করেন তিনি। ইতিহাসে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে এই কীর্তি তার।
আর উন্মুক্ত যুগে রড লেভারের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মৌসুমের প্রথম তিনটি গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচ। রড লেভার ১৯৬৯ সালে এই কীর্তি গড়েন।
এর মধ্য দিয়ে গোল্ডেন স্লামের পথে এক ধাপ এগোলেন জকোভিচ। একমাত্র স্টেফি গ্রাফ যে কীর্তি গড়েছিলেন। ১৯৮৮ সালে মৌসুমের চারটি মেজর ট্রফি ও অলিম্পিক শিরোপা জিতেন তিনি।