স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জুলাই।।
সিপিআইএমের বর্ষীয়ান নেতা প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশের অভিযান এর তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার আগরতলায় সিপিআইএম পার্টি অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়। পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায়।
প্রাক্তন বিধায়ক ও প্রবীণ সিপিআইএম নেতা তথা কিষান সভার রাজ্য সম্পাদক পবিত্র করের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ ও পুলিশের অভিযান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম। সিপিআইএম সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সোমবার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন শুরু হতেই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে।
প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন স্তব্ধ করে দেয় পুলিশ। সেখান থেকে আন্দোলনকারী নেতা-কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তাদেরকে এডি নগর পুলিশ লাইনে নিয়েছে পুলিশ। পুলিশের এধরনের ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম।
সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, বিজেপি জোট সরকার ফ্যাসিস্ট সুলভ আচরণ শুরু করেছে। সিপিআইএম নেতা পবিত্র করের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মামলা দায়ের করে কোন ধরনের কাগজপত্র ছাড়াই একতরফাভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ।
https://www.facebook.com/245520029188536/videos/349757443410012/
পুলিশের এধরনের তল্লাশি কে ফ্যাসিস্ট সুলভ বলে আখ্যায়িত করেছে সিপিআইএম। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে দলের পক্ষ থেকে যখন প্রতিবাদ ও ধিক্কার জানানো হচ্ছে ঠিক সেই সময়ে পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন।
ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক পবিত্র বলেন, কোভিড বিধি মেনে দলের নেতা-কর্মী সমর্থকরা যখন আন্দোলনে শমিল হয়েছেন থেকে সেই সময়ে কোভিড বিধি মানা হচ্ছেনা অজুহাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। পার্টি অফিসের ভিতরে ঢুকে দলীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
https://www.facebook.com/245520029188536/videos/524648435536495/
পবিত্র বাবু আরও অভিযোগ করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর যখন হাজার হাজার মানুষকে নিয়ে সভা করছেন ,বৈঠক করছেন তখন পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ একতরফাভাবে সিপিএম সহ বিরোধীদের বিরুদ্ধে কোভিড বিধি অমান্য করার অভিযোগ এনে এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
https://www.facebook.com/245520029188536/videos/870046243613146/
শুধু মাত্র শাসক দলকে সভা-সমাবেশ করার সুযোগ করে দিচ্ছে পুলিশ। পুলিশের এ ধরনের পক্ষপাতমূলক আচরণ এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের একতরফাভাবে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস হারাতে শুরু করেছে বলেও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।