Black Widow : ডিজনি ও মার্ভেলের সুপারহিরো অভিযান ‘ব্ল্যাক উইডো’ বক্স অফিসে রীতিমতো সুনামি হয়ে এসেছে

অনলাইন ডেস্ক, ১২ জুলাই।। ডিজনি ও মার্ভেলের সুপারহিরো অভিযান ‘ব্ল্যাক উইডো’ বক্স অফিসে রীতিমতো সুনামি হয়ে এসেছে। যা মহামারি পরিস্থিতিতে সবচেয়ে বড় ওপেনিং। ৯ জুন মুক্তি পেয়ে প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকার স্থানীয় বাজারের বড়পর্দা থেকে তুলে নিয়েছে ৮ কোটি ডলার।

পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে নতুন রেকর্ড তৈরি করেছে। বড়পর্দার সঙ্গে একইদিন মুক্তি পেয়েছে ডিজনি প্লাসে। যেখানে সাবস্ক্রাইবাররা অতিরিক্ত ৩০ ডলার দিয়ে দেখা পারছে ‘ব্ল্যাক উইডো’। আর এ মাধ্যম থেকে এসেছে ৬ কোটি ডলার।

আন্তর্জাতিক বাজারেও ধামাকা হয়ে এসেছে কেট শর্টল্যান্ড পরিচালিত ‘ব্ল্যাক উইডো’। ৪৬টি হাজার থেকে তুলে নিয়েছে ৭.৮ কোটি ডলার। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে আয় ১৫.৮ কোটি ডলার। আর ডিজনি প্লাসের অঙ্ক মিলিয়ে সাড়ে ২১ কোটি ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৮১৯ কোটি টাকার বেশি আয় করেছে এ ছবি।

এর মধ্যে এখনো চীনে মুক্তির তারিখ ঘোষণা হয়নি। হলিউড সিনেমার সবচেয়ে বড় এ বাজারে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ছবি দারুণ ব্যবসা করেছে। এ ছাড়া বরাবরই মার্ভেল সিনেমা চীনে ভালো ব্যবসা করে। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনার কারণে কয়েকবার হোঁচট খায় ‘ব্ল্যাক উইডো’।

২০১০ সালে ‘আয়রন ম্যান টু’ দিয়ে এমসিইউতে প্রবেশ ব্ল্যাক উইডো চরিত্রের স্কারলেট জোহানসনের। এর ১১ বছর পর এলো প্রথম একক মুভি। সঙ্গে আছেন ফ্লোরেন্স পাগ, ডেভিড হার্বার, উইলিয়াম হার্ট, র‌্যাচেল ভাইসসহ অনেকে।

‘ক্যাপ্টেন আমিরকা: সিভিল ওয়ার’ পরবর্তী কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে ‘ব্ল্যাক উইডো’, থাকছে সাবেক রাশিয়ার গুপ্তচরের বেড়ে ওঠার গল্প। আর এটি সিরিজির ‘এনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এর প্রিক্যুয়ালও বটে। পরিচালক শর্টল্যান্ড সিক্যুয়াল নিয়ে আগ্রহ প্রকাশ করলেও এটি হতে যাচ্ছে ব্ল্যাক উইডো বা রোমানঅফের শেষ ছবি। কারণ চরিত্রটি ‘এন্ডগেম’ ছবিতে মারা গেছে।

মহামারির সময়ে মুক্তি পেয়ে যুক্তরাষ্ট্রে ৭ কোটি ডলার আয় করে সপ্তাহান্তে রেকর্ড গড়ে ‘এফনাইন’। সে রেকর্ড ভাঙতে পারবে কি-না এ নিয়ে চলছিল জল্পনা। এবার সত্যি সত্যি নতুন রেকর্ড হলো। তবে মার্ভেলের সিনেমা হিসেবে এটি কোনো রেকর্ড নয়।

মনে রাখতে হবে, মার্ভেলের সর্বশেষ ১০ সিনেমার মধ্যে মাত্র দুটি প্রথম তিনদিনে ১০ কোটি ডলারের কম আয় করেছিল। তবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক সময় হলে ‘ক্যাপ্টেন মার্ভেল’ (১৫ কোটির বেশি) বা ‘থর: রাগনারক’ (১২ কোটির বেশি)-এর চেয়ে এগিয়ে থাকতো ‘ব্ল্যাক উইডো’।

করোনা পরিস্থিতিতে একের পর এক মার্ভেল সিনেমা আটকে পড়েছে। ‘ব্ল্যাক উইডো’র মাধ্যমে সেই জট কাটলো। চলতি বছরে আরও মুক্তি পাবে শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস, এটারনালস ও স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?