স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ জুলাই।। ২০১১ সালে ২৫ শে জুলাই তারিখে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকায় ভারত রত্ন ইন্দিরা গান্ধীকে মরণোত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালনের জন্য বাংলাদেশ মুক্তি যুদ্ধ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ইন্দিরা গান্ধীর পক্ষে এই সন্মান গ্রহণ করেন। আগামী ২৫ শে জুলাই উক্ত দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে প্রতিপালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বৎসর পূর্তি উদযাপন কমিটির এক প্রতিনিধি দল বাংলাদেশ এসিস্ট্যান্ট হাই কমিশনারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন ও উনাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।