Shubhshree is Back : বলতেই হবে ফুল ফর্মে শুভশ্রী ইজ ব্যাক ইন অ্যাকশন, দেখুন ভিডিও

অনলাইন ডেস্ক, ১১ জুলাই।। সম্প্রতি এক ফটোশুটে শুভশ্রীকে ফুল ফর্মে দেখা গেছে। অবশ্য এর আগে নিজেই জানিয়েছিলেন, কামিং সুন। শুক্রবার এ তারকা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিও দেখে বলতেই হবে শুভশ্রী ইজ ব্যাক ইন অ্যাকশন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যা-ই পোস্ট করেন তা নিয়েই মেতে ওঠেন নেটিজেনরা। কেউ অনুপ্রেরণা দেন তো কেউ আবার নেতিবাচক মন্তব্য করেন। স্বামী, সন্তান, ক্যারিয়ার, করোনা আক্রান্ত হওয়া – যা নিয়েই পোস্ট দেন না কেন, কোনো কিছুই নেটিজেনদের মন্তব্য থেকে ছাড় পায় না। অনেক ক্ষেত্রে নেতিবাচক মন্তব্যের মাধ্যমে আক্রমণ করেন তারা।

ফটোশুটে পাওয়া নেতিবাচক কমেন্ট হাইলাইট করে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন শুভশ্রী। স্টোরির হাইলাইটে দেখা যায়, এক নেটিজেন তাকে রোগা হওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই পোস্টের জবাবে এ তারকা বললেন, বেশ কয়েকদিন ধরে আমার নজরে আসছে এমন বেশ কিছু কমেন্ট, যেখানে দেখা যাচ্ছে আমার শরীরের গঠন নিয়ে কথা বলা হচ্ছে, এমনকি জিম করে রোগা হওয়ার কথাও বলা হচ্ছে।

আমি তাদের উদ্দেশে বলতে চাই, আমি কিছুদিন আগেই মা হয়েছি। আমার সন্তান জন্ম দেওয়া আমার কাছে সবচেয়ে গর্বের। আর মা হওয়ার সময় শারীরিক গঠন নয় বরং সন্তানের স্বাস্থ্যর কথাই মাথায় থাকে, আমারও তাই ছিল।

এবারই প্রথম নয়, এর আগেও শুভশ্রী বডি শেমিংয়ের শিকার হয়েছেন। তবে তিনি চুপ থাকার পাত্র নন। কড়া জবাব দিয়েছেন। বলেছেন, তারপরও বদলানো যাচ্ছে না সমাজের দৃষ্টিভঙ্গি, আফসোস।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?