Pineapple as a Gift : বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার হিসেবে আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী বিপ্লব

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জুলাই।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষ থেকে রাজ্যের কিউ প্রজাতির আনারস পাঠানো হয়েছে।

আজ সকালে আখাউড়া চেক পোস্ট দিয়ে রাজ্যে উৎপাদিত কিউ প্রজাতির ৪০০টি আনারস বাংলাদেশে পাঠানো হয়।

শুভেচ্ছা উপহার হিসাবে আনারসের বাক্সগুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনের আধিকারিক উদোত ঝা-এর হাতে তুলে দেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎকান্তি চাকমা, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া ও আখাউড়া স্থলবন্দরের ম্যানেজার দেবাশিষ নন্দী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পাঠানো আনারসের বাক্সগুলো বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা তড়িৎ কান্তি চাকমা বলেন, প্রতিবেশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিহ্ন হিসাবে এই শুভেচ্ছা উপহার পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন।

উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. জমাতিয়া বলেন, কিউ প্রজাতির এই আনারসগুলো কুমারঘাট ও অম্পি থেকে সংগ্রহ করা হয়েছে। প্রতিটি আনারসের ওজন দেড় থেকে দুই কেজি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?