Export to Kolkata : কলকাতায় রপ্তানি হল রাজ্যের ১,০০০ কেজি আনারস ও ১,৮০০ কেজি অর্গানিক হলুদ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ জুলাই।। ত্রিপুরার অর্গানিক কৃষিজাত দ্রব্য আবারও বর্হিরাজ্যে রপ্তানি করা হয়েছে। গতকাল কুমারঘাট স্টেশন থেকে কলকাতায় পাঠানো হয়েছে ১,০০০ কেজি কিউ প্রজাতির আনারস ও ১,৮০০ কেজি অর্গানিক হলুদ।

প্রতিটি আনারস ১৪ টাকা এবং প্রতি কেজি হলুদ ১৯ টাকা দরে কলকাতার ‘বিগ বাসকেট’ এই পণ্য ক্রয় করেছে।

সিকিম স্টেট কো-অপারেটিভ সাপ্লাই মার্কেটিং ফেডারেশন লিমিটেড নামে এক অর্গানিক খুচরো ব্যবসায়িক এজেন্সির সহায়তায় এই বাণিজ্যিক লেনদেন সম্ভব হয়েছে। রাজ্যের পক্ষ থেকে সহায়তা করেছে ঊনকোটি জেলার অর্গানিক ফার্মাস অর্গানাইজেশন এবং ঊনকোটি অর্গানিক প্রোডিউসার্স গ্রুপ লিমিটেড।

এই সংস্থার সাথে যুক্ত রয়েছে ঊনকোটি জেলার ৫১২ জন কৃষক। উল্লেখ্য, গত সপ্তাহেও ১,০০০ কেজি আনারস কলকাতায় পাঠানো হয়েছে। তাছাড়াও গত মাসে পাঠানো হয়েছিল ৫,০০০ কেজি অর্গানিক হলুদ।

এই পুরো প্রক্রিয়াটাই উত্তর-পূর্বাঞ্চলীয় মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলাপমেন্টের ফেস-২ তে রূপায়িত হচ্ছে। ঊনকোটি জেলার কৃষি আধিকারিক বিজন শর্মা এই সংবাদ জানিয়েছেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?