অনলাইন ডেস্ক, ১১ জুলাই।। ফুটবলের মেগা আসর ইউরো কাপ আয়োজনের পর থেকে ইউরোপ অঞ্চলে নভেল করোনাভাইরাসের প্রকোপ আবার বাড়ছে।জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছিল ইউরোপে। আগের দুই মাসে একেবারেই কমে গিয়েছিল করোনার প্রকোপ। এতে করোনা-বিধি শিথিল হয় বহু দেশে।
এর মধ্যে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউরো কাপ, একাধিক স্পোর্টস টুর্নামেন্ট শুরু হয়। বারবার সাবধান করেছিলেন বিশেষজ্ঞেরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার প্রধান হান্স ক্লুগ জানিয়েছিলেন, মারাত্মক ঝুঁকি নিচ্ছে দেশগুলো। টুর্নামেন্টগুলো ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠতে পারে, সেই হুঁশিয়ারিও দেন। কিন্তু তাতে সিদ্ধান্ত পাল্টায়নি। ফলে যা হওয়ার, তা-ই হচ্ছে।
স্পেনের বাসিন্দা ৪৮ বছর বয়সী জুলিয়ো মিরান্ডা বিবিসিকে বলেছেন, ‘আতঙ্কে আছি। এখনও দ্বিতীয় ডোজ নেওয়া হয়নি।’বার্সেলোনার একটি হাসপাতালের ম্যানেজারের বক্তব্য, ‘কিছু দিনের জন্য দম ফেলার সময় পেয়েছিলাম। এখন ফের রোগীর ভিড় উপচে পড়ছে!’নতুন করে সংক্রমণ বাড়ার কারণ একটাই- ডেল্টা স্ট্রেইন। বিশেষজ্ঞেরা বলছেন, অতিসংক্রামক স্ট্রেইনটি সহজেই ছড়িয়ে পড়ছে। এ বারে বেশি সংক্রমিত হচ্ছেন অল্পবয়সীরা।
ব্রিটেনে ডেল্টা স্ট্রেইনের জেরে সংক্রমণ বেড়েছে। রাশিয়া থেকে সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। বিশেষজ্ঞদের মতে, ডেল্টার পাশাপাশি সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ মহাদেশ জুড়ে বিভিন্ন টুর্নামেন্ট। যেমন, লন্ডন ও সেন্ট পিটার্সবার্গ থেকে ইউরোর ম্যাচ দেখে ফেরার পর বহু দর্শকের করোনা-পজিটিভ ধরা পড়েছে।স্কটল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ম্যাচ দেখে লন্ডন-ফেরত অন্তত ১২৯৪ জনের সংক্রমিত হয়েছেন।