Withdrawal of Support : মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ওপর থেকে সমর্থন প্রত্যাহার শরিক ইউএমএনও এর

অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জোটের গুরুত্বপূর্ণ শরিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)।

এ ঘটনায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের কাছ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, তিনি স্বল্প মেয়াদে ক্ষমতায় টিকতে পারবেন। তার প্রশাসন কয়েক মাস ধরে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছে এ জোট সরকার। তবে জোট শরিকেরা অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে।

গত জানুয়ারিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পার্লামেন্ট বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণার পর থেকেই চাপ আরও বাড়ছে। সমালোচকেরা বলছেন, করোনাভাইরাস সমস্যাকে কাজে লাগিয়ে মুহিউদ্দিন ক্ষমতা আঁকড়ে ধরছেন।

গত বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর ইউএমএনওর পক্ষ থেকে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। দলটির প্রেসিডেন্ট আহমাদ জাহিদ হামিদি এক বিবৃতিতে বলেন, ‘অন্তর্বর্তী নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করতে মুহিউদ্দিন ইয়াসিনকে সম্মানের সঙ্গে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে ইউএমএনও।’

আহমাদ জাহিদ হামিদি আরও বলেন, ‘নতুন নির্বাচনের আগে নতুন নেতা ক্রমবর্ধমান ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশ পরিচালনা করবে। জনগণের নির্বাচিত একটি স্থিতিশীল নতুন সরকারকে দেশ পরিচালনা করতে দেওয়াটা গুরুত্বপূর্ণ।’

মালয়েশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার (বেরসাতু) সভাপতি মুহিউদ্দিন। ২০১৬ সালে এর প্রতিষ্ঠা করেন মাহাথির মোহাম্মদ।

রাজনৈতিক অচলাবস্থার মধ্যে গত বছর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মুহিউদ্দিন। এ জন্য ইউএমএনও এবং পিএসএ নামের দুই দলের সমর্থন পেতে হয় তাকে।

মুহিউদ্দিনের ন্যাশনাল অ্যালায়েন্স জোটের ১১৫ আসনের মধ্যে ইউএমএনওর আছে ৩৮ আসন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে প্রয়োজন পড়ে ১১২ আসন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?