স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ১০ জুলাই।। দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন বরজ কলোনি এলাকায় এক মহিলার মৃতদে কবর থেকে কিছুটা দূরে উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সৃষ্টি হয়েছে। এলাকার নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করার পর যে যার বাড়িতে চলে যায়।
শনিবার সাতসকালে স্থানীয় জনগণ দেখতে পায় ওই মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। সাথে সাথেই মৃতার পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।
গিয়ে দেখেন কবরের মধ্যে মৃতদেহ নেই বরং কবর থেকে কিছুটা দূরে একটি জায়গায় ওই মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমাতে থাকে।
পরে খবর দেওয়া হয় নিকটবর্তী থানার পুলিশকে। পুলিশ গিয়ে এলাকার লোকজনের সাথে কথা বলে মৃতদেহটি পুনরায় দাফন করার উদ্যোগ গ্রহণ করে। আশ্চর্যজনক ঘটনায় ওই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যেকেরই প্রশ্ন কি করে মৃতদেহ কবরের বাইরে এল।