স্টাফ রিপোর্টার, বাইখোড়া, ১০ জুলাই।। দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া থানার ঘরের শিলিং ভেঙ্গে আহত হয়েছেন একজন কর্তব্যরত সাব-ইন্সপেক্টর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। শনিবার বাইখোড়া থানার আই আই এর রুমে হঠাৎ করে ভেঙ্গে ভেঙে পড়েছে ঘরের শিলিং।
এতে করে থানায় কর্মরত এস আই সৌরভ দাস গুরুতর আহত হয়। বাইখোড়া থানার ওসি রাজীব সাহা জানান এই রুমে প্রতিনিয়ত ঝুকিপূর্নভাবে আরক্ষাদপ্তরের কর্মীরা কাজ করেন। আজ সৌরভ দাস কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে শিলিং ভেঙ্গে পরে ।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে থানার কর্মরত কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় এস আই সৌরভ দাসকে উদ্ধার করে চিকিৎসাার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দীর্ঘদিন ধরেই থানার ঘরের সিলিং বিপদজনক অবস্থায় ছিল। কিন্তু সেটি সরকারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
সে কারণেই এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন দেখায় বিষয় এই দুর্ঘটনার পর থানার পরিকাঠামো উন্নয়নে সরাষ্ট্র দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।