অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। উত্তর আফগানিস্তানে ব্যাপক আক্রমণের মাধ্যমে ইরান ও তুর্কমিনিস্তান সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখলে করে নিয়েছে তালিবান যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীটির বরাত দিয়ে বিবিসি জানায়, সীমান্ত শহর দুটি হলো ইরানের নিকটবর্তী ইসলাম কালা ও তুর্কমিনিস্তান সংলগ্ন টোরঘুনদি।
এক ভিডিও ফুটেজে দেখা যায়, তালিবান যোদ্ধারা সীমান্তবর্তী কাস্টম অফিসের ছাদ থেকে আফগান পতাকা নামিয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বিদেশি বাহিনী প্রত্যাহারের পর থেকেই খুব দ্রুত আফগানিস্তানের বড় একটি অংশ নিজেদের দখলে নিয়েছে তালিবান বাহিনী।
তাদের ভাষ্যে, যোদ্ধারা ইতিমধ্যে আফগান ভূখণ্ডের ৮৫ ভাগ নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারিভাবে এ দাবির বিরোধিতা করা হলেও অন্য কিছু সূত্র বলছে, দেশটির ৪০০টির জেলার এক-তৃতীয়াংশের বেশি দখল করে নিয়েছে তালিবানেরা। যা পশ্চিমের ইরান সীমান্ত থেকে অন্য দিকের চীন সীমান্ত পর্যন্ত বিস্তৃত।
গত সপ্তাহে বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করে আমেরিকান বাহিনী। জো বাইডেন এক ঘোষণায় কয়েক দিন আগে জানান, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে সামরিক অভিযান শেষ হতে যাচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ১ মে থেকে ২০ বছরের যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে শুরু করে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী।
দখলকৃত ইসলাম কালা ইরানের সঙ্গে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ। যেখান থেকে সরকার মাসে ২ কোটি ডলারের মতো রাজস্ব পেয়ে থাকে। অন্যদিকে টোরগুনদি হলো তুর্কমিনিস্তানের সঙ্গে দুই সীমান্ত শহরের একটি।
সরকারি মুখপাত্র বলছে, আফগান বাহিনী সীমান্ত ক্রসিং দুটি পুনর্দখলের চেষ্টা করছে।
তবে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, ইসলাম কালা ক্রসিং পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ দিকে সংবাদমাধ্যম বলছে, যুদ্ধ ছাড়াই হেরাতের পাঁচটি জেলা দখল করে নিয়েছে তালিবানেরা।
গত সপ্তাহে ১ হাজারের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য তালিবানদের ভয়ে তাজিকিস্তানের পালিয়ে গেছে। এ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি জানান, সামনে থেকে নিজেদের দায়িত্ব আফগানিস্তানকেই নিতে হবে।