CPIM Statement : শুধু কারফিউ জারি করে এই মারাত্মক ভাইরাস সংক্রমন রোধ করা যাবে না, দবি সিপিএমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ জুলাই।। রাজ্যে সবচাইতে প্রাণঘাতী করোনা ভাইরাস ‘ডেল্টা প্লাস’র সংক্রমন ঘটেছে যা ভয়ঙ্কর উদ্বেগজনক। সমস্ত অংশের মানুষের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন অবশ্যই জরুরী কর্তব্য বলে মনে করছে সিপিএম।

দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,
শুধু কারফিউ জারি করে এই মারাত্মক ভাইরাস সংক্রমন রোধ করা যাবে না। ভাইরাস সংক্রমনের চেইন ভাঙ্গতে গণহারে লালারস পরীক্ষা, গণ- টিকাকরণে রাজ্য সরকারকে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।

জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে যাবতীয় ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারকে নাগরিকদের জীবন রক্ষায়, যারা আয়করের আওতার বাইরে তাদের সবার বাড়ি বাড়ি বিনামূল্যে খাদ্যসহ অত্যাবশ্যকীয় পণ্য এবং নগতে অর্থ পৌঁছে দিতে হবে।

সরকারি হাসপাতালের জন্য নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী জরুরি ভিত্তিতে নিয়োগ করতে হবে। কেন্দ্রিয় সরকারের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য মেডিক্যাল সরঞ্জাম সংগ্রহ করতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?