অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। ফাইনালে ওঠা হয়নি। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল কলম্বিয়া ও পেরু মুখোমুখি হয় তৃতীয় স্থান নির্ধারণীতে। সেই ম্যাচে শেষ মুহূর্তের গোলে পেরুকে ৩-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হলো কলম্বিয়াকে।
এস্তাদিও ন্যাশিওনাল দি ব্রাসিলিয়ায় প্রথমার্ধের শেষ মিনিটে ইয়োশিমার ইয়োতুনে গোলে এগিয়ে যায় পেরু। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতির পরপরই সমতায় ফেরে কলম্বিয়া।
৪৯তম মিনিটে দলের গোল শোধ করেন হুয়ান কুয়াদ্রাদো। ৬৬তম মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। শেষ মুহূর্তে জমে উঠে ম্যাচটি। ৮২তম মিনিটে জিয়ানলুকা লাপাদুলা সমতায় ফেরায় পেরুকে।
এরপর যোগ করা চতুর্থ মিনিটে ফের প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে কলম্বিয়াকে জয় এনে দেন দিয়াজ। ৪ গোল করে এবারের কোপার আসর শেষ করলেন এই পোর্তো ফরোয়ার্ড।
কোপার দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে গিয়েছিল কলম্বিয়া। অন্যদিকে শেষ চারের আরেক লড়াইয়ে ১-০ গোলে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে হেরে যায় পেরু।