Attacked by Israeli Forces : ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭৯ জন ফিলিস্তিনি আহত

অনলাইন ডেস্ক, ১০ জুলাই।। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭৯ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের মধ্যে ৩১ জন সরাসরি গুলির শিকার।

আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ফাঁড়ি ও বসতির বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। এ সময় তাদের ওপর চড়াও হয় দখলদার বাহিনী।

নাবলুসের নিকটবর্তী বেইতা শহরে অবৈধভাবে জমি বাজেয়াপ্তের ঘটনায় বিক্ষোভ করলে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এ সময় টায়ার পুড়িয়ে ও ইসরায়েল বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুমার নামাজের পর অনুষ্ঠিত বিক্ষোভে ইসরায়েলি বাহিনী গুলি ও রাবার বুলেট ছোড়ে। রেড ক্রিসেন্ট ৩৭৯ জন আহতের কথা বললেও ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

একই ধরনের বিক্ষোভ হয়েছে কাফর কাদ্দুম ও বেইন ডাজান শহরে। সেখানেও টিয়ার গ্যাসের শিকার হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। এ ছাড়া হেবরনের মাসাফার ইয়াতা এলাকায় বিক্ষোভ দমন করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি ও ফিলিস্তিনি হিসাব অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ১৬৪টি জনবসতিতে সাড়ে ৬ লাখ সেটলার বসতি স্থাপন করেছে, অবৈধভাবে নির্মাণ হয়েছে ১১৬টি ফাঁড়ি।

আন্তর্জাতিক আইন অনুসারে দখলকৃত এ অঞ্চলে ইসরায়েলের এই সব জনবসতি অবৈধ। কয়েক মাস ধরে নতুন করে বসতি স্থাপন নিয়ে ওই এলাকায় উত্তেজনা চলছে। ইসরায়েলের হামলায় কয়েকশ’ মানুষ মারাও গেছে।

এ দিকে আরব নিউজ বলছে, শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা অবৈধভাবে দখলকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের জনবসতি নিয়ে প্রতিবেদন দিয়েছে। তাদের মতে, ইসরায়েলের এ সব জনবসতি যুদ্ধাপরাধের শামিল।

জাতিসংঘের ফিলিস্তিনে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল লিংক পৃথক বিবৃতিতে ইসরায়েলি জনবসতিকে ৫৪ বছর পুরোনো দখলদারির ইঞ্জিন বলে অভিহিত করেন। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ৩০০ জনবসতিতে ৬ লাখ ৮০ হাজারের বেশি সেটলার বসবাস করে বলেও উল্লেখ করেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?