স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুলাই।। শুক্রবার ভারতের জাতীয় মহিলার ফেডারেশনের ডাকে সংসদে ৩৩% মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে রাজধানী আগরতলা শহরে দাবি দিবস পালন করা হয়।
রাজ্যে নারী নির্যাতন বন্ধ, ধর্ষণ সহ হিংসাত্মক কার্যকলাপের বিভিন্ন দাবিতে শুক্রবার রাজধানী আগরতলা শহরের কৃষ্ণনগর হরিশ ঠাকুর রোডস্থিত সিপিআই সদর বিভাগীয় অফিসে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
উপলক্ষে এক মিছিল সংঘটিত করা হয়। সংগঠনের সদর বিভাগীয় কনভেনার তুলসীদাস কপালে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে তারা মাসব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন।
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়।সংসদে অবিলম্বে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল পাশ করানোর দাবিতে দেশব্যাপী আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানিয়েছে সংগঠন।