স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুলাই।। রাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগরতলা পুর নিগম সহ ১৩টি পুর ও নগর পঞ্চায়েত এলাকায় উইকেন্ড কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
উইকেন্ড কার্ফু আগামীকাল অর্থাৎ ১০ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হবে। জারি থাকবে আগামী ১২ জুলাই সকাল ৬টা পর্যন্ত। আজ সচিবালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা এই সংবাদ জানিয়েছেন।
তিনি আরও জানান, আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানীয়া নগর পঞ্চায়েত, উদয়পুর পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, বিলোনীয়া পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত, অমরপুর নগর পঞ্চায়েত এবং সাব্লুম নগর পঞ্চায়েত এলাকায় উইকেন্ড কার্ফু বলবৎ করা হবে৷
পাশাপাশি ঐ সমস্ত এলাকায় আগামী ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ডে কার্ফু দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সারা রাজ্যেই নাইট কার্ফু (সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত) জারি করা হবে৷
সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব শ্রীমতি দেববর্মা জানান, উইকেন্ড কার্ফুতে সম্পূর্ণ লকডাউনের মতো বিভিন্ন বিধিনিষেধ জারি থাকবে। উইকেন্ড কার্ফুতে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত বিষয় ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে।
কিন্তু সোমবার থেকে ডে ও নাইট কার্ফু জারি করা হলে বর্তমানে যে সমস্ত বিধিনিষেধ চালু ছিল তা বলবৎ থাকবে। সরকারি অফিসগুলিতে করোনা কার্ফুর সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বলবৎ থাকবে।
অফিসে ৫০ শতাংশ কর্মচারি উপস্থিত থাকতে সম্প্রতি এই বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তা আবার জারি করা হয়েছে।