Sex Racket : মক্ষীরানীর আসর বসানোকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই প্রতিবাদী যুবক রক্তাক্ত

স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ৯ জুলাই।। ধর্মনগরের আলগাপুর গ্রাম পঞ্চায়েতে এক ব্যক্তির বাড়িতে অবৈধ মক্ষীরানীর আসর বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবাদী যুবক রক্তাক্ত হয়েছে। আক্রান্ত ও যুবকদের বৃদ্ধ বাবাই এই মধুচক্রের আসর জায়গা করে দিতেন বলে অভিযোগ।

বাবার কারণে পুত্র হল রক্তাক্ত। ঘটনা ধর্মনগর মহাকুমার আলগাপুর গ্রামের 2 নম্বর ওয়ার্ডে। বাবা মেহির চন্দ্র দেবনাথ। বয়স প্রায় ৬০ বছর । বাবার কারণে নিজের ছেলেকে রক্তাক্ত হতে হল। ঘটনাকে কেন্দ্র করে আলগাপুর গ্রামের মানুষ ছি ছি দিচ্ছেন বাবা মিহিরকে।

ঘটনার বিবরণে প্রকাশ গতকাল বিকাল বেলা মিহির নাথের বাড়িতে আসে একই গ্রামের পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দা স্বপ্না দাস ।তাতেই ঘটে বিপত্তি। মিহির বাবুর বড় ছেলে মহেশ্বর দেবনাথ যেইমাত্র স্বপ্না দাসকে জিজ্ঞাসা করে কেন তাদের বাড়িতে এসেছে তখনই হট্টগোল বেঁধে যায়। বিতণ্ডা ও চিৎকার শুনে আশপাশের লোক জমা হতে শুরু হয় ।

মহিলা ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন মহেশ্বর দেব নাথ এর বিরুদ্ধে। সন্ধ্যায় স্বপ্না দাস এর ছেলে বাপ্পা দাস সহ আরো দুইজন আসে মিহির দেব নাথের বড়ো ছেলে মহেশ্বর দেবনাথ এর বাড়িতে। সেখানে এসে বড় ছেলে মহেশ্বরকে ঘর থেকে বেরিয়ে আসার কথা বলে বাপ্পা দাস।

যখন ঘর থেকে বের হতে চাইছিল না তখন মহেশ্বরকে বাপ্পা সহ অন্যান্যরা বের করে বাড়ির উঠোনে নিয়ে আসে ।ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে শুরু করে ।সেই ঘটনা প্রত্যক্ষ করে বাড়িতে থাকা মহেশ্বর এর স্ত্রী এবং ছোট ভাই সিরেশ্বর দেবনাথ ভাইকে বাঁচাতে এলে সুরেশ্বর দেবনাথকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ২ভাই। চিৎকার শুনে আশপাশের লোকরা দৌড়ে ছুটে আসেন ।এসে দেখতে পান দুই ভাইএর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। ততক্ষণে বাপ্পা সহ তার সহযোগীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে ।

তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে ধর্মনগর জেলা হাসপাতালে আনা হয়়। অসামাজিক কাজের প্রতিবাদ করায় বাপ্পার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হল দিনমজুর দুটি ভাই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?