স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ৯ জুলাই।। আমবাসার পর কুমারঘাটে ভূয়ো বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। এই ভূয়ো বিএসএফের নাম উত্তম চাকমা। এক যুবক নিজেকে বিএসএফ জওয়ান পরিচয় দিয়ে বেশ কিছু সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
কুমারঘাট এর প্রতারণা করতে গিয়ে আটক হয়েছে ওই ভূয়ো বিএসএফ জওয়ান।কদিন আগে আমবাসাতেও এই ভূয়ো বিএসএফকে পাকড়াও করেছিলো পুলিশ।কিন্তু তার বিরুদ্ধে সুননিদৃষ্ট কোনো অভিযোগ না থাকায় কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় অভিযুক্ত।
এবারে কুমারঘাটে এসে প্রতারনা করতে গিয়ে ফেসে গেল ঐ বিএসএফ পরিচয়ধারী প্রতারক।
এবিষয়ে আভিযুক্তের নামধাম দিয়ে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কুমারঘাটের সবিতা দেবনাথ নামের এক ব্যবসায়ী।তিনি তার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন উত্তম চাকমা নামে ঐ যুবক নিজেকে বিএসএফ পরিচয় দিয়ে প্রতারনা করে দুহাজার টাকা ধার নিয়ে পালিয়ে যায়।
বাজারে আরো কয়েকজন ব্যবসায়ীর সাথেও সে এমনটা করেছে বলে অভিযোগ যায় বিএসএসের কাছে।অবশেষে নালকাটাস্থিত বিএসএফের তৃতীয় বেটেলিয়ানের তরফে ঐ যুবককে তুলে দেয়া হয় কুমারঘাট থানার পুলিশের হাতে।
প্রতারক উত্তম চাকমা নামে ঐ যুবকের বিরুদ্ধে ৪১৯/৪২০ আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন কুমারঘাটের ওসি। ধৃত যুবকের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানিয়েছে তার বাড়ি কাঞ্চনপুরের উজান মাছমারা লালজুরি এলাকায়।
উল্লেখ্য গত কিছুদিন আগে একই অপরাধে আমবাসায় এই যুবককেই গ্রেপ্তার করেছিলো পুলিশ।কিন্তু সেসময় সাক্ষ্য প্রমানের অভাবে পার পেয়ে গিয়েছিলো প্রতারক।কিন্তু এবারে কার্যত ফেসেই গেলো স্বঘোষিত ঐ ভূয়ো বিএসএফ।