অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। ইংল্যান্ডের ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষেও পাত্তা পেল না পাকিস্তান। বৃহস্পতিবার কার্ডিফে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিল স্বাগতিকরা।
সিরিজ শুরুর মাত্র দুদিন আগে বড় ধাক্কা খায় ইংলিশরা। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে মোট ৭ জন করোনা আক্রান্ত হলে পুরো দলকে আইসোলেশনে পাঠানো হয়। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন দল সাজানো হয়।
ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকা বেন স্টোকসকে ডেকে এনে অধিনায়ক করা হয়। আইপিএলে ইনজুরিতে পড়ার পর যিনি জাতীয় দলের বাইরে ছিলেন।
পাঁচ অভিষিক্ত ও আগের ম্যাচর দলের পুরো ১১ পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। সেই দলের বিপক্ষেই টস হেরে প্রথমে ব্যাট করে ৩৫.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ইনিংসের প্রথম বলেই ওপেনার ইমাম-উল-হককে (০) ফিরিয়ে দেন সাকিব মাহমুদ। তৃতীয় বলে ফিরে যান বাবর আজমও (০)। যে ধাক্কা পাকিস্তান আর সামলাতে পারেনি।
ফখর জামান ৬৭ বলে ৬ চারে সর্বোচ্চ ৪৭ ও শাদাব খান ৪৩ বলে ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন।
নিজের পঞ্চম ওয়ানডে ম্যাচ খেলতে নামা সাকিব মাহমুদ ৪২ রান খরচায় ৪ উইকেট নেন। দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ক্রেইগ ওভারটন ২৩ রান খরচায় নেন ২ উইকেট।
লেগ স্পিনার ম্যাট পার্কিনসন ২৮ রানে নেন ২ উইকেট, যিনি নিজের তৃতীয় ওয়ানডে খেলতে নেমেছিলেন।
জবাব দিতে নেমে অভিষিক্ত ফিল সল্ট দ্রুতই ফিরে যান। শাহিন শাহ আফ্রিদির বলে ব্যক্তিগত ৭ রানে স্লিপে ক্যাচ হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালান ও জ্যাক ক্রলি ম্যাচ শেষ করে আসেন।
মালান ৬৯ বলে ৮ চারে অপরাজিত ৬৮ রান করেন। ক্রলি ৫০ বলে ৭ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা হয়েছেন সাকিব মাহমুদ।
এ জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। শনিবার লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।