Delta Plus Variant at Tripura : ত্রিপুরায় ১৩৮টি কোভিড স্যাম্পল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হিসেবে সনাক্ত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ জুলাই।। রাজ্য থেকে পশ্চিমবঙ্গের কল্যানী ল্যাবরেটরিতে পাঠানো ১৫১টি কোভিড স্যাম্পলের মধ্যে ১৩৮টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হিসেবে সনাক্ত হয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এস এস ও ডা. দীপ দেববর্মা এই সংবাদ জানান।

তিনি জানান, ত্রিপুরা থেকে ১৫১টি কোভিড স্যাম্পল পশ্চিমবঙ্গের কল্যাণীতে পাঠানো হয়েছিল। এই স্যাম্পলগুলির মধ্যে ১৩৮টিই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তাছাড়া এই ১৫১টি কোভিড স্যাম্পলের মধ্যে ১০টি প্লেইন ভ্যারিয়েন্ট এবং ৩টি আলফা ভ্যারিয়েন্ট বলে সনাক্ত হয়েছে। ১

৩৮টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১১৫ জন, সিপাহীজলায় ৮ জন, গোমতী জেলায় ৫ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২ জন, খোয়াই জেলায় ১ জন, ধলাই জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ৪ জন ও উত্তর ত্রিপুরা জেলায় ২ জনের মধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুভাশিষ দেববর্মা জানান, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পূর্বের প্লেইন ডেল্টা’র তুলনায় অনেক দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ভ্যারিয়েন্ট অব কনসার্ন আখ্যা দিয়েছে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি ফুসফুসকে আক্রান্ত করে ও সংক্রমণের গতিও অনেক বেশি।

তিনি সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের জনসাধারণকে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর এবং টিকাকরণে সবাই সহযোগিতা করার জন্য গুরুত্ব আরোপ করেন।

তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের কোভিড বিধিনিষেধ সঠিকভাবে মেনে চললেই করোনা ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। এ বিষয়ে তিনি রাজ্যের সমস্ত জনগণকে সচেতনতা অবলম্বন করার জন্য আবেদন জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?