অনলাইন ডেস্ক, ৯ জুলাই।। ডেল্টা এবং বিটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আরও ভালো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তৃতীয় ডোজ পরীক্ষা করে দেখতে চায় ফাইজার। কোম্পানিটি জানিয়েছে, অতিরিক্ত ডোজের জন্য তারা ট্রায়ালের আবেদন করবে।
মার্কিন বহুজাতিক সংস্থা ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে কমিরন্যাটি নামে কভিড টিকা তৈরি করেছে জার্মান ওষুধ প্রস্ততকারক সংস্থা বায়োএনটেক। ওই দুই সংস্থার অন্তর্বর্তী রিপোর্টের দাবি, শুধুমাত্র কভিডের প্রথম ধরনই নয়, ভারতের ডেল্টা এবং দক্ষিণ আফ্রিকার বিটার বিরুদ্ধেও এর তৃতীয় টিকা বেশি প্রতিরোধী হতে পারে।
কমিরন্যাটির তৃতীয় টিকার অনুমোদনের জন্য শীঘ্রই আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)-র কাছে আবেদন করা হবে বলে জানিয়েছে ফাইজার-বায়োএনটেক।
তাদের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘এফডিএ এবং ইএমএ-র কাছে অনুমোদনের আবেদন করা ছাড়াও তৃতীয় টিকার পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত জার্নালে খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। ’
সম্প্রতি ‘নেচার’ পত্রিকার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার ডেল্টা রূপের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা ততটা কার্যকর নয়। ওই প্রতিবেদনে ফাইজার-বায়োএনটেক ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের ক্ষেত্রেও একই দাবি করা হয়।